Monday, July 30, 2018

বিস্মৃতি


এখন তোমার আর কোনো কিছু মনে করতে পারিনা-



তোমার ভুরু কেমন,

হাসলে ঠোঁট কতটুকু বাঁকে,



এমনকি তোমার আদর করার ভঙ্গিটুকুও

স্মৃতিতে আর নেই।



সেদিন কি বৃষ্টি ছিলো? তাও মনে নেই;

তবু জানি তুমি এসেছিলে কবে যেনো একদিন!

No comments:

Post a Comment